গান: আঁধার রাতের প্রদীপ আমার নূর নবী হযরত
কথা ও সুর: তারিক মুনাওয়ার
আঁধার রাতের প্রদীপ আমার নূর নবী হযরত
যার অসিলায় রোজ হাশরে পাবো প্রভুর মাগফেরাত ॥
বন্ধ্যা ধরার অন্ধ সন্ধ্যায় এলে তুমি মরু সাহারায়
তুমি এলে তাই মিথ্যাবাদের ধ্বংস হলো লাত-মানাত ॥
সবহারা আর অবহেলিত পাপী ও তাপী বঞ্চিত যত
পেলো সহায় পেলো মুক্তি ঘুচলো দুঃখ জুটলো শান্তি
বহায়ে দিলে অঝোর ধারায় চির সুখের আবেহায়াত ॥