গান: আগুনে পোড়া মন | Agune Pora Mon
কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক
আগুনে পোড়া মন কাঁদে কেন সারাক্ষণ
দিবানিশি সুখ খুঁজে ফেরে
দমের গাড়ী চলছে দূরে
সে ব্যথায় গুমরে মরে
পথচলা শেষ হলে করবে কী তখন ॥
রঙের এই দুনিয়ায় হাসো কেন মন
ভেবে দেখো এই দুনিয়া নয়তো রে আপন
জীবনের সাঙ্গ হলে কী হবে ওপার গেলে
ভব ঘরে কী করিলে জবাব রে তখন ॥
সাধের এই মায়ার বাঁধন কেন ছেড়ে হায়
চার জনের কান্ধে ভরে মাটির ঘরে যাই
পিতা মাতা আত্মীয়-স্বজন
ক্ষয়িবে প্রেমের বাঁধন
দু’দিনের রঙ্গ খেলায় কে বলো আপন ॥
#Mon Mohajon #Saimum 50 #মন মহাজন #সাইমুম ৫০