গান: আগুনে পোড়া মন | Agune Pora Mon
কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক
আগুনে পোড়া মন
কাঁদে যেন সারাক্ষণ
দিবানিশি সুখ খুঁজে ফিরে
দমের গাড়ি চলছে দূরে
সেই ব্যথায় গুমড়ে মরে
পথের চলা শেষ হলে
করবে কী তখন?
রঙ্গের এই দুনিয়ায় হাসো কেন মন
ভেবে দেখ এই দুনিয়া
নয় তো রে আপন
এ জীবন সাঙ্গ হলে
কী হবে ওপার গেলে
ভব ঘরে কী করিলে
জবাব যে তখন?
সাধেরি মায়ার বাঁধন কেন ছিঁড়ে হায়
চারজনেরই কান্দে ভরে
মাটির ঘরে যায়
পিতা-মাতা আত্মীয় স্বজন
খয়ে গেল প্রেমের বন্ধন
বিরহ এসে গেলে
সবারই কান্দন।
#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫