গান: আজকে আমার প্রাণ সাগরে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

আজকে আমার প্রাণ সাগরে
আল্লাহ নামের নূর
উথাল-পাথাল ঢেউ তুলেছে
যেন পাহাড় তূর ॥

আজকে আমার লাগছে ভীষণ ভালো
নয়ন ভরে অশ্রু দিলো মনের সকল কালো
মরণ মাঝে জনম নেবার এ কোন নিবিড় সুর ॥

হারিয়ে যাবার ডাক শুনেছি
উদাস বাউল মাঠে
ওরে বেহুঁশ ওরে বেভুল
আয় রে তোরা ঘাটে।

ও কোন ছবি আঁকা আকাশ নীলে
মন মানে না যায় উড়ে সে শাপলা শালুর ঝিলে
আপনাতে ভাই আপনি পাগল আমার অচিনপুর ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *