গান: আকাশ হতে চাঁদ নেমেছে
কথা: আজিজুর রহমান
সুর: হাসনাত আবদুল কাদের


আকাশ হতে চাঁদ নেমেছে
মা আমিনার কোলে
আঁধার রাতে উঠলো যেন
চাঁদের চেরাগ জ্বলে ॥

গুলশানে আজ বুলবুলিরা
গাইছে শিরিন কালাম
তামাম জাহান নবীর তরে
জানায় লাখো সালাম ॥

হাসিন ঊষার দিক রাঙিয়ে
বিরান বাগে ফুল ফুটিয়ে
জীবন খেয়া ঝিলমিলিয়ে
মন ভরিয়ে তোলে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *