গান: আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আরশ পাকে ফেরেশতারা পড়ছে সবাই আল্লাহু
দিন রজনী গাইছে তারা লা ইলাহা ইল্লাহু
অলিরা গুনগুনিয়ে গান যে গাহে আল্লাহু
ফুল বাগিচায় বুলবুলি গায় লা ইলাহা ইল্লাহু
তুই কি রে মন থাকবি বেহুঁশ জপ রে দিলে আল্লাহু ॥
রবী শশী গ্রহ তারা পড়ছে সবাই আল্লাহু
সাগর নদী পাহাড় জপে লা ইলাহা ইল্লাহু
আকাশে ওই পাখিরা গায় আল্লাহ আল্লাহ আল্লাহু
বাতাসে ওই সুর শোনা যায় লা ইলাহা ইল্লাহু
কোকিল ডাকে কুহু কুহু আল্লাহু ইয়া আল্লাহু ॥
নেই কোন ভয় আল্লাহ সহায় প্রাণ ভরে গা আল্লাহু
দে কালেমার বিপ্লবী ডাক লা ইলাহা ইল্লাহু
বাতিলেরই উৎখাতে যে অস্ত্র সেরা আল্লাহু
তাগুতের উচ্ছেদের শমসের লা ইলাহা ইল্লাহু
গড়তে আল কুরআনের সমাজ
করতে কায়েম খোদারই রাজ
অস্ত্র সেরা আল্লাহু ॥