গান: আল্লাহ নামের তাসবীহ আমার
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তারিক মুনাওয়ার
আল্লাহ নামের তাসবীহ আমার
আকুল ব্যাকুল প্রাণে
আনে সাড়া এ কোন সাড়া
এ যেন ফুলের বনে আসলো ফাগুন
এ যেন মধু অলির গুনগুনাগুন
পাগল করা মাতাল করা
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ॥
জপে ওই নাম হযরত আদম
সকল ভুলের পেলেন মাফি
অগ্নিকুণ্ডে ইবরাহীমের
ঐ নামেই যে ছিলো কাফী
জপে ওই নাম ঝরাবো লোর
জপে ওই নাম রবো বিভোর
আয় ছুটে আয় আশিক যারা ॥
জপে ওই নাম পেতে পারি গুনাহ মাফি
মানুষ নামের কলঙ্ক হই পাপী তাপী।
জপলে ওই নাম খালেছ দিলে
ভয় থাকে না কোন মনে
জপলে ওই নাম ইহতিসাবান
হয় না যেতে গহীন বনে
জপলে ওই নাম কলব জুড়ে
জপলে ওই নাম বাঁধন ছিঁড়ে
যায় হেরে যায় ফেরেশতারা ॥
জপে ওই নাম হতে পারি বিপ্লবী বীর
হয় না তোরে দিতে পারি নারায়ে তাকবীর।
জপে ঐ নাম হযরত ওমর হলেন শাসক বিশ্বজয়ী
জপে ঐ নাম হযরত খালিদ সিপাহসালার দিগবিজয়ী
জপে ঐ নাম গড়বো আবার
ইসলামী সেই সমাজ খোদার
আয় ছুটে আয় শেরদিল যারা ॥