গান: আল্লাহ নামের তাসবিহ পড়ে | Allah Namer Tasbih Pore
কথা: আবদুল্লাহ আল কাফী
সুর: মশিউর রহমান
আল্লাহ নামের তাসবিহ পড়ে
ঝরাই চোখের পানি
আল্লাহু এই নামের কালাম
ঘুচায় মনের গ্লানি ॥
আমি অধম এই গুনাহগার
মাফ করে দাও হে পরোয়ার
মাফ করে দাও গুনাহখাতা
কর মেহেরবানি ॥
আল্লাহ তুমি শেষ বিচারে
দয়া কইরো এই আমারে
কবুল করো পাপে ভরা
আমার জীবন খানি ॥
তুমি দাতা সর্বকালের
দান করিও পরকালে
রহমতের এই ঝর্ণাধারা
সুখের আবাহনী ॥
তোমার নামের তাসবিহ খোদা
জপলে মনের মিটায় ক্ষুধা
সেই তাসবির বদলাতে চাই
সুখের চেরাগদানি ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩