গান: আল্লাহ রাহমানুর রাহীম । Allah Rahmanur Rahim
কথা: খন্দকার সাঈদুর রহমান
সুর: মশিউর রহমান


আল্লাহ রাহমানুর রাহীম
খালিকু আযিযুল হাকীম
সীরাতুল মুস্তাকীম পেয়েছি
তুমি তো আলীয়ুল আজীম ॥

দিশারী নবী ও রাসূল
দিয়েছো কোরআনুল কারীম
জেনেছি তোমার পরিচয়
দয়াময় অনন্ত অসীম ॥

ফুরালে জিন্দেগীর হায়াত
কিয়ামত হাশর পুলসিরাত
শাফায়াত যেন পাই সবাই
আশেকী মুমিন ও মুসলিম ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *