গান: আল্লাহ রসুল জপের গুণে | Allah Rosul Joper Gune
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
আল্লাহ রসুল জপের গুণে কী হলো দেখ চেয়ে
ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে ছেয়ে ॥
আল্লাহর রহমত ঝরে
ঘরে বাইরে তোর উপরে
আল্লাহ রসুল হয়েছেন তোর
জীবন তরীর নেয়ে ॥
দুখে সুখে সমান খুশি নাই ভাবনা ভয়
তুই দুনিয়াদারী করিস তবু আল্লাতে মন রয়।
মরণকে আর ভয় নাই তোর
খোদার প্রেমে পরাণ বিভোর
তিনিই দেখেন তোর সংসার
তোর ছেলে মেয়ে ॥
কথা ও সুর: কাজী নজরুল
#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪