গান: আল্লাহকে সত্যি ভালোবাসে যে | Allahoke Sotti Valobashe Je
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান


আল্লাহকে সত্যি ভালোবাসে যে
আল্লাহর দীনকেও, সে আলোর ক্ষীণকেও
মনের গভীর থেকে ভালোবাসে সে ॥

ভালোবাসে রাসূলের পবিত্র সুন্নাহ
সুন্নাহই মেনে নেয় তার খাঁটি উম্মাহ
হোক না তা বিয়ে শাদী
অনুরোধ সাধাসাধি
মেনে নেয় তার সবই অনায়াসে ॥

আল্লাহকে সত্যি ভালোবাসে যে
ভালোবাসে কুরআন হাদীসের আহ্বান
জীবনের ঘানি টানে ঐ দুটি নির্দেশে।

ভালোবাসে রাসূলের অনুপম সংস্কৃতি
হোক না তা যুদ্ধ শান্তি রাজনীতি
হোক না তা দেশসেবা লেনদেন নেবা-দেবা
ত্যাগ কুরবানী করে হেসে হেসে ॥

#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে  #সাইমুম ৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *