গান: আল্লাহর আইন আর
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আল্লাহর আইন আর
সৎ লোকের শাসন ছাড়া
বিশ্ব ভুবন যায় না গড়া
অশান্ত পৃথিবীর মানুষগুলো
তাই তো আজি দিশেহারা ॥
শান্তি শান্তি বলে মজলুম মানবতা
চীনের প্রাচীর ভেঙ্গে তুলেছে আওয়াজ
কা’বার থেকে ওই সুদূর জাকার্তায়
মুক্তির শ্লোগান উঠেছে আজ
কমবোডিয়া রোমানিয়া
আজারবাইজান নামিবিয়া
ভাঙছে জালিমের পাষাণ কারা ॥
অসৎ লোকের দুঃশাসনে
হিংসা বিদ্বেষ অকারণে
যুদ্ধ বিধ্বংসী আগ্রাসনে
বিশ্ব বিবেক আজ পাগলপারা।
মানুষের মনগড়া মতবাদে আজ
চারিদিকে বইছে বিষাক্ত বাতাস
কাশ্মীর আফগান ফিলিস্তিনে ঐ
বারুদের গন্ধে থেমে যায় সাঁঝ
অবুঝ শিশুর আর্তনাদে
আকাশ কাঁদে বাতাস কাঁদে
স্বাধিকার আদায়ে লড়ছে তারা ॥