গান: আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন
তাদেরকে তোমরা মৃত বলো না
বলো না মৃত ॥
ওরা আছে চেতনায় আমাদের
ওরা আছে প্রেরণায় আমাদের
ওরা আছে সংগ্রাম সাধনায়
দুর্বার দুর্জয় অপরাজিত ॥
ওরা আছে অলখে আমাদের
ওরা আছে পলকে আমাদের
ওরা আছে মিছিলে মিছিলে
চিরদিন চির-চেনা পরিচিত ॥
ওরা আছে সাহসে আমাদের
ওরা আছে সমুখে আমাদের
ওরা হলো সেনানী জীবনের
সংগ্রামী পতাকা উচ্চকিত ॥