কথা: শহীদুল্লাহ্ হীল গালিব
সুর: মশিউর রহমান


আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও
রাসুলের অনুসরণ পদে পদে করে নাও।।

তাক্ওয়ার শর্ত তো জ্ঞান অর্জন
তবেই তো ভয় আসে পাবে মার্জন,
কুরআনের বাণী গুলি
বেশি বেশি পড়ে নাও।

নাজাতের ভাবনাটা সামনে এনে
তওবার পদ্ধতি মেনে মেনে।

মালিকের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও
অনুতাপে বারে বারে অশ্রু ঝরাও
গভির নিশিতে যেগে
একা একা কেঁদে নাও।

#অনুতপ্ত_মনে #প্রাণের_সঞ্চার #সাইমুমের_পরিবেশনা #আল্লাহর_ভালোবাসা #AllahrValobasha #AllahorValobasha #Saimum2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *