গান: আল্লাহু আকবার বল রে মুমিন
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
আল্লাহু আকবার বল রে মুমিন
তাঁরই আকাশ আর তাঁরই জমিন ॥
আয় খোদারই পথে চলি
আয় কুরআনের কথা বলি
রাসূলের পথে চলি
চললে এ পথে জানি যাবে দুর্দিন
চললে এ পথে জানি আসবে সুদিন ॥
চলতে এ পথে আসে নিরবধি
দুঃখ জ্বালা আর বাধার নদী
খোদার মদদ হবে তোরই সাথী
কদম কদম পথ চলিস যদি।
আয় বেহেশতের দুয়ার খুলি
আয় দুনিয়ার মায়া ভুলি
বাধার এ পাহাড় দলি
চললে এ পথে জানি যাবে দুর্দিন
চললে এ পথে জানি আসবে সুদিন ॥