গান: আল্লাহু এই নামের কালাম
কথা: আজিজুর রহমান
সুর: খালিদ হোসেন


আল্লাহু এই নামের কালাম
কণ্ঠে মধু মেখে
কুহু কুহু ঐ পাপিয়া
উঠছে সদা ডেকে ॥

গ্রহ রবি দিশেহারা
ঐ আকাশে চাঁদ সেতারা
খুঁজছে তারে অনন্ত সেই
অনাদিকাল থেকে ॥

হু হু হু হু বাতাস শোনায়
জাল্লা জালালাহু
কুল মাখলুখ তাসবিহ পড়ে
আল্লাহু আল্লাহু।

কলবে রাখে সর্বদা যে
নামের ধেয়ান সকল কাজে
তার হৃদয়ের আরশিতে সে
নূর এলাহী দেখে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *