গান: আমাদের নিয়তে দাও
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

আমাদের নিয়তে দাও
খুলুসিয়াত প্রভু হে
দাও আন্তরিকতা সৎ সরলতা
তুলেছি হাত প্রভু হে ॥

জীবনে আমাদের সাধনা দাও
মানুষের বেদনায় বেদনা দাও
দাও দাও প্রভু হে দাও
প্রাণ উদারতা প্রেম মানবতা
এই মুনাজাত প্রভু হে ॥

সুপথে আমাদের সুমতি দাও
শহীদী জীবনের নিয়তি দাও
দাও দাও প্রভু হে দাও
বিনিময়ে দাও তাই চির সফলতা
সেই আখিরাত প্রভু হে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *