গান: আমাদের সামনে নাকি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আমাদের সামনে নাকি
অন্ধকারের অমানিশা
আমরা কি তাই পথ হারাবো
পেয়েও বন্ধু পথের দিশা ॥
আলোকের গতি কি গো
আপন বেগে চলবে না আর
শপথের আগুন কি গো
দ্বিগুণ হয়ে জ্বলবে না আর ॥
আমরা যে ভাই মেঘ ভাঙা রোদ
না মানি না কোন দুর্যোগ
আমরা কেবল চলতে জানি
চলাই মোদের তীব্র নেশা ॥
নদী কি দু’কূল ভেঙে
সাগর পানে ছুটবে না আর
হৃদয়ের স্বপ্ন সে কি
রংধনু রং লুটবে না আর ॥
আমরা যে ভাই স্বর্ণ ঈগল
না মানি না রুদ্ধ আগল
আমরা কেবল চলতে জানি
চলাই মোদের তীব্র নেশা ॥