গান: আমাকে দাও সে ঈমান
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আমাকে দাও সে ঈমান
আল্লাহ মেহেরবান
যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে
গায় জীবনের গান ॥
আল কুরআনের আহ্বানে
হেরার পথে এসে
জীবন দেবার স্বপ্ন ছিল
দীনকে ভালোবেসে
আমাকে দাও সে আবেগ
দাও সে ঈমান
প্রভু হে রহীম রহমান ॥
কোন এক শহীদ আমার
সুনীল আকাশ জুড়ে
হাজার তারার জ্বালতো প্রদীপ
স্মৃতির ব্যথা জুড়ে।
সেদিন যেমন পেরিয়ে গেছি
সকল বাধাগুলো
সকাল সাঁঝে থাকতো লেগে
পায়ে পথের ধুলো
সেদিনগুলো মুখর ছিল মধুর ছিল
সতেজ ও দীপ্ত ছিল প্রাণ ॥