গান: আমার মায়ের হাসি তেমন
কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু
আমার মায়ের হাসি তেমন
চাঁদের হাসির মত
বাংলার এই কোমল
মাটি হাসছে ফসল যত ॥
ঝিলের জলে কলমি কমল শাপলা ফুটে হাসে
সাদা বক আর পানকৌড়িরা ঘর বাঁধে তার পাশে
ওরা হাসে মনের সুখে মধুর হাসি কত ॥
ঐ ভোরের সূর্য জাগে শহীদের তাজা খুন মেখে
হাসে যেন সে ম্লান মুখে এই বাংলাকে দেখে।
স্নিগ্ধ মধুর চাঁদের হাসি নীলিমায় যায় মিশে
বাংলার অরূপ রতন দেখতে সে হাসি ফিরে আসে
পেতে হাসির পরশ মন চায় অবিরত ॥