গান: আমি পাখির কাছে বললাম
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
আমি পাখির কাছে বললাম
নদীর কাছে শুধালাম
তোমাদের গান তোমাদের সুর
কেন এমন মনোহর, কেন এমন সুন্দর ॥
ওরা বললো শুধু বললো
আমাদের কণ্ঠে স্রষ্টার নাম
অঙ্গে অঙ্গে তার সৃষ্টির দাম
আমাদের গান আমাদের সুর
তাই তো এমন মনোহর, তাই তো এমন সুন্দর ॥
আমি অলির কাছে বললাম
কলির কাছে শুধালাম
তোমাদের মন কেন যে মোহন
কেন এমন স্বপ্নিল, কেন এমন অনাবিল ॥
ওরা বললো শুধু বললো
আমাদের স্বপ্নে স্রষ্টার ধ্যান
মর্মে মর্মে তার স্মরণ অম্লান
আমাদের ঘ্রাণ সুরভিত প্রাণ
তাই তো এমন মনোহর, তাই তো এমন সুন্দর ॥
আমি বিলের কাছে বললাম
ঝিলের কাছে শুধালাম
তোমাদের মুখ কেন উন্মুখ
কেন এমন টলমল, কেন এমন ছলছল ॥
ওরা বলল শুধু বলল
আমাদের বক্ষে স্রষ্টার দান
পুষ্পে শস্যে তার সুধা অফুরান
আমাদের রঙ আমাদের রূপ
তাই তো এমন মনোহর, তাই তো এমন সুন্দর ॥
আমি মাঠের কাছে বললাম
ঘাটের কাছে শুধালাম
তোমাদের গ্রাম বনানীর প্রাণ
কেন এমন উজ্জ্বল, কেন এমন উচ্ছল
ওরা বললো শুধু বললো
আমাদের সঙ্গে স্রষ্টার প্রেম
লগ্নে লগ্নে সম্প্রীতি লেনদেন
আমাদের নীড় সবুজের ভিড়
তাই তো এমন মনোহর, তাই তো এমন সুন্দর
ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ॥