গান: আমি তোমার প্রেমের রঙ | Ami Tomar Premer Rong
কথা: আবদুল্লাহ আল কাফী
সুর: মশিউর রহমান
আমি তোমার প্রেমের রঙ হৃদয়ে মেখে
তোমার গুনগান গেয়ে যাই
তোমার প্রেমে পাগল হয়ে
আমার এ গান শুধু গেয়ে যাই।
আকাশের তারারা মিটিমিটি জ্বলে
তোমার নূরের ছোঁয়া চাঁদ বুকে নিয়ে
জোসনা ঢালে
আমার হৃদয়ে দাও তোমারি আলো
সে আলোতে এ জীবন হবে রোশনাই।
সূর্যের আলোতে এ ভুবন হাসে
পাহাড় দাঁড়িয়ে আছে কত বছর ধরে
তোমার ইশারাতে
তোমার করুণায় ভরা এ পৃথিবী
তোমার প্রেমে মন রাঙ্গাতে চাই।
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯