গান: আর যতো প্রয়োজন শিল্পীর
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তাফাজ্জল হোসাইন খান
আর যতো প্রয়োজন শিল্পীর
তারও চেয়ে প্রয়োজন সংগ্রামী আর
সিংহ সাহসী কর্মীর ॥
যে কর্মী কোন বাধা মানে না
যে কর্মী ভয় কি তা জানে না
কোরআনের দুশমন দেখে যারে ভয় পায়
দুর্বার দুর্জয় উঁচু শির
আজ শুধু প্রয়োজন সেই কর্মীর ॥
তাগুতের সয়লাব দেখে যে
শপথের দাবদাহে বাঁধে বুক
শহীদের ইতিকথা পড়লে মনে
ভুলে যায় আপনার সুখ দুঃখ।
যে কর্মী জানে নাকো হতাশা
দূরে ঠেলে নিরাশার কুয়াশা
জেহাদের ময়দানে তৎপর অবিরাম
নির্ভীক বিপ্লবী মহাবীর
আজ শুধু প্রয়োজন সেই কর্মীর ॥