গান: আরবেরই মরুবাগে ফুটিল এক ফুল
কথা ও সুর: আবুল কাশেম
আরবেরই মরুবাগে ফুটিল এক ফুল
সেই ফুলেরই খুশবুতে ভাই
দুনিয়া ব্যাকুল রে
পাইতে সে ফুল সবাই হইলো আকুল রে ॥
রইল না আর দুর্গন্ধ
সকল মন্দ হইলো বন্ধ
সুবাসেতে ভরিল প্রাণ
আনন্দ অতুল রে ॥
সেই ফুলেরই জন্যে পাগল
দুনিয়া জাহানের সকল
সুগন্ধে মন ভইরা দিতে
করিস না তুই ভুল রে ॥
আকাশ বাতাস চন্দ্র তারা
সব হইলো মাতোয়ারা
আরশ পাকে সেই ফুলের নাম
মুহাম্মদ রাসূল রে ॥