গান: বাবা তুমি কোথায় আছ | Baba Tumi Kothai Acho
কথা: মতিউর রহমান খালেদ
সুর: মশিউর রহমান
বাবা তুমি কোথায় আছ
কেমন আছো জানতে ইচ্ছে করে
তোমায় স্মরে হৃদয় আমার
নিত্য কেঁদে মরে
কতদিন দেখি না তোমারে ॥
তোমার মত আপন করে
ডাকে না কেউ খোকা বলে
খিদে পেলে দেয় না খাবার
আদর করে মুখে তুলে
মাথায় স্নেহের পরশ দিয়ে
এখন তো আর ডাকে না কেউ
রোজ ফজরে ॥
ব্যথার নদী উথলে ওঠে
ঢলে পড়ে চোখের কোণে
আমায় ফেলে কেমনে থাকো
জান্নাতেরই ফুল কাননে
চাই গো খোদা তোমার কাছে
বাবাকে মোর নাজাত দিও
রোজ হাশরে ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩