গান: বাজলো কি রে ভোরের সানাই | Bajlo Kire Vorer Sanai
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

বাজলো কি রে ভোরের সানাই
নিদ মহলার আঁধার চিরে
শুনছি আযান গগন তলে
অতীত রাতের মিনার চূড়ে ॥

সরাইখানার যাত্রীরা কি
বন্ধু জাগো উঠলো হাঁকি
নীড় ছেড়ে ওই প্রভাত পাখি
গুলিস্তানে চললো উড়ে ॥

আবার খালিদ তারিক মুসা
আনলো কি খুন রঙিন ভূষা
আসলো ছুটে হাসিন উষা
নও বেলালের শিরীন সুরে ॥

আজ কি আবার কাবার পথে
ভিড় জমেছে প্রভাত হতে
আসলো ছুটে হাজার স্রোতে
নও বেলালের শিরীন সুরে ॥

#Amra sei se jati #Saimum 44 #আমরা সেই সে জাতি #সাইমুম ৪৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *