গান: বাতিল হাঁকিছে ময়দানে
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

বাতিল হাঁকিছে ময়দানে
ভুলে যা বিভেদ এই ক্ষণে
তাকবীর ধ্বনি তোল দে আযান
কাঁপুক আবার সারা জাহান
আল্লাহু আকবার আল্লাহু আকবার ॥

ঝড় বহিছে বাইরে
ভুলের সময় আর নাই রে
সাজাও তরী ভাসাও ডিঙ্গা
নোঙর তুলে দে কাণ্ডারী ॥

মতভেদ ভুলে এসো আল্লাহর সৈনিক
শহীদি ঈদগাহে হও আরো নির্ভীক।

কালেমার ঘোষণাতে
বাতিল কাঁপে শঙ্কাতে
চল চল আগে ঝঞ্ঝার বেগে
উড়ুক আবার দীনের নিশান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *