গান: বিপ্লবী রেনেসাঁর কাফেলার জয়
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
বিপ্লবী রেনেসাঁর কাফেলার জয়
সত্যের সংগ্রামী জনতার জয় ॥
মানবো না মানবো না অন্যায় নিপীড়ন
মানবো না মানবো না মিথ্যা ও প্রহসন
শোষকের উদ্ধত গর্ব
আমরাই করে যাব খর্ব
জয় বিপ্লবী চেতনার জয় জয় ॥
রাখব না রাখব না কুফুরীর চিহ্ন
রাখবো না রাখবো না কলুষতা দৈন্য
শান্তি ও সাম্যের ঐক্যে
আমরা এগিয়ে যাই লক্ষ্যে
জয় তৌহিদী একতার জয় জয় ॥