গান: বদরের প্রান্তরে ভাই প্রান্তরে
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
বদরের প্রান্তরে ভাই প্রান্তরে আমরা করেছি সংগ্রাম
ওহুদের প্রান্তরে ভাই প্রান্তরে আমরা করেছি সংগ্রাম
জীবনের সবখানে তাগুতের ময়দানে
বাতিল আর সত্যের সংঘাতে ভাই আমরা
চিরদিন করেছি সংগ্রাম ॥
মুমিনের জীবন খোদারই তরে
কুফরের প্রতাপে নাহি সে ডরে
তাই জীবনের লগ্ন থেকে যুগে যুগে আমরা
চিরদিন করেছি সংগ্রাম ॥
খোদাকে ভয় করি খোদাকেই ভালোবাসি
খোদারই তরে তাই জীবনও বিলাই হাসি।
শুধু যে আমরা খোদারই বান্দা
খোদারই বিধান ছাড়া আর কিছু মানি না
তাই এ বিধান করতে কায়েম যুগে যুগে আমরা
চিরদিন করেছি সংগ্রাম ॥