গান: বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
বজ্র আঘাতে ভাঙ্গে এক সাথে
কঠিন পাষাণ কারা
দুর্বার বেগে দুরন্তাবেগে
জাগায় ঘুমের পাড়া
নির্ভীক ওরা কারা ॥
ওরা এ দেশের জাগ্রত চেতনা
পাড়ি দিয়ে এলো অতীতের বেদনা
সোনালি ভোরের সূর্য ফসল
বিপুল বন্যা ধারা ॥
তৌহিদবাদী জঙ্গি যে ওরা
বারুদের কোষাগার
পদ্মা মেঘনা যমুনা সুরমা
বাঁধ ভাঙে এবার ॥
ঈমানের তেজে বলীয়ান বীরসেনা
শান্তি পিয়াসী জনতার চিরচেনা
দুঃসাহসের দুর্গ ভেঙ্গেছে
দীপ্ত দু’পায় যারা ॥