গান: বলতে শুনি নাম মুখে মুখে
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

বলতে শুনি নাম মুখে মুখে
যে নাম খোদার আরশ পাকে
সেই নবীজীর নাম
লক্ষ কোটি বুকে বুকে ॥

যে নাম জ্বলে স্মৃতির পাতায়
যে নাম দোলে রক্তকণায়
সেই নামের ওসীলায়
আমরা এলাম ধরার বুকে ॥

যে নাম জপে পাপী হৃদয়
হয়েছে পুণ্যময়
যে নাম জানায় আমার প্রভুর
ভুলে যাওয়া পরিচয়।

যে নাম ভাঙ্গে ভোগের দেয়াল
যে নাম জ্বালে ত্যাগের মশাল
সেই ত্যাগের সুষমায়
গড়বো মোদের জীবনটাকে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *