গান: বুলবুলি । Bulbuli
কথা:- আনোয়ারুল ইসলাম
সুর:- গোলাম মাওলা
বুলবুলি তুই কোথায় পেলি
মন মাতানো এমন সুর
আকুল হৃদয় ব্যকুল করিস
কার সে নামে দিন দুপুর ।।
কার আদেশে মিষ্টি গানে
জাগাস দোলা রিক্ত প্রাণে
তাই বুঝি তুই সে নাম জপে
মনের আধার করিস দুর ।।
আল্লাহ তুমি মাখলুকাতের স্রষ্টা
মরণ কালে আহসান দিও
ক্ষমা করে কাছে নিও
ওগো মহান দ্রষ্টা ।।
সাজ সকালে বারে বারে
ঝড় তুলে যাস সুর বাহারে
ঐ নামে তে উথলে ওঠে
পরান নদী সমুদ্দূর।।