মল্লিকের গান

চলো চলো চলো মুজাহিদ

চলো চলো চলো মুজাহিদ কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** চলো চলো চলো মুজাহিদ পথ যে এখনো বাকি ভোলো ভোলো ব্যথা ভোলো মুছে ফেলো ওই আঁখি ॥ আসুক ক্লান্তি শত বেদনা শপথ তোমার তবু ভুলো না সময় হলে দিও আযান তৌহিদের হে প্রিয় সাকী ॥ তোমার ঘামের সঙ্গে মিশে জাগবে সাড়া […]

চলো চলো চলো মুজাহিদ লিরিক্স এবং টিউন

উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের

উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের কপোত উড়াই পাণ্ডুর চাঁদ ঠেলে হীরকের উন্মুখ ঝিনুক কুড়াই ॥ জীবনের চাষ করি দ্বিগুণ তিগুণ ঘষে ঘষে নিশ্চয়ই জ্বালাব আগুন নিয়তির বাঁধ ভেঙে নির্মম প্রহরের নিয়ম ঘুরাই ॥ পাঁজরের ভাঁজে ভাঁজে অগণন নক্ষত্র সূর্যের সু-সময় দিয়ে গেল

উত্তাপে উজ্জ্বল রক্তিম সময়ের লিরিক্স এবং টিউন

কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে

কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে কী হবে জীবন থেকে চুপিসারে পালিয়ে গিয়ে ॥ দু’চোখে আঁধার নামে রাত্রি এলে সে আঁধার তাড়িয়ে দিও সূর্য জ্বেলে কী হবে দুঃখগুলো নতুন করে ঝালিয়ে নিয়ে কী হবে স্বপ্নগুলো ইচ্ছে মতো জ্বালিয়ে দিয়ে

কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে লিরিক্স এবং টিউন

আমাকে যখন কেউ প্রশ্ন করে

আমাকে যখন কেউ প্রশ্ন করে কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ কেন ডেকে নিলে বিপদ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোর আছে হিম্মত ॥ বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে বুকে ওঠে ঢেউ সাগরের সাগরের বুকে ঢেউ আছে

আমাকে যখন কেউ প্রশ্ন করে লিরিক্স এবং টিউন

না হয় হলো মন শুকনো কোন মরুভূমি

না হয় হলো মন শুকনো কোন মরুভূমি কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** না হয় হলো মন শুকনো কোন মরুভূমি আশাহত হয়ো নাকো তুমি ॥ আরো কিছু পথ চলো মরীচিকা মাড়িয়ে দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে বিশাল ঢেউয়ের গান হাওয়ার গতি ভেঙে হাসছে কেমন করে জানবে তুমি ॥ ব্যথাহত মনটারে

না হয় হলো মন শুকনো কোন মরুভূমি লিরিক্স এবং টিউন

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তাঁর নাম আহমাদ বড় বিশ্বস্ত ॥ যে জন কখনও ব্যথা দিতে জানে না যে জন কেবলই মুছে

সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত লিরিক্স এবং টিউন

এই দুটি চোখ দিয়েছো বলে

এই দুটি চোখ দিয়েছো বলে কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কতই অপরূপ নয়নাভিরাম ক্ষেত খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ ॥ ঐ নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে তোমার কারুকাজের মেলায় আনন্দে মোর ভরে যে বুক ॥ তোমার দেয়া চোখের শোকর জানাবো

এই দুটি চোখ দিয়েছো বলে লিরিক্স এবং টিউন

হে খোদা মোর হৃদয় হতে

হে খোদা মোর হৃদয় হতে কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** হে খোদা মোর হৃদয় হতে দূর করে দাও সকল বেদনা সকল ভাবনা দূর করে দাও সব যন্ত্রণা সকল যাতনা ॥ তুমি ছাড়া কেউ যেন আর জায়গা না পায় লুকিয়ে থাকার এই অন্তরে এই পরাণে তুমি কামনা ॥ আলেয়া সব আলো

হে খোদা মোর হৃদয় হতে লিরিক্স এবং টিউন

রোদের ভেতর ইলশে গুড়ি

রোদের ভেতর ইলশে গুড়ি কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** রোদের ভেতর ইলশে গুড়ি সঙ্গে পাখির ডাক আম বাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক ॥ মন মেলে দেয় পাখা যায় না ঘরে থাকা আকাশে কার তুলির আঁচড় রঙধনুকের আঁক ॥ ঘাসের ডগায় হীরক জ্বলে মুক্ত ফুলের বুকে হঠাৎ হাওয়া দোল দিয়ে যায়

রোদের ভেতর ইলশে গুড়ি লিরিক্স এবং টিউন

দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য

দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য কথা ও সুর: মতিউর রহমান মল্লিক —————————– ******** লিরিক্স ******** দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য দেখবে স্রষ্টার শ্রেষ্ঠ প্রকাশ কত না অনন্য ॥ বিহঙ্গ তার পক্ষ দোলায় দূর বিমানে শূন্য কোলায় কে রাখে ভাসিয়ে তারে ভাবো না সামান্য ॥ সমতল আর পর্বতমালা এই কোলাহল ঐ নিরালা

দৃষ্টি তোমার খুলে রাখো দীপ্র সৃষ্টির জন্য লিরিক্স এবং টিউন