আকাশে মেঘের দেশে
গান: আকাশে মেঘের দেশেকথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান আকাশে মেঘের দেশেবাঁকা চাঁদ মুচকি হাসেআনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণনাজাতের বাণী নিয়ে এলো রে রমজান ॥ রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলোথেকো না আর ঘুমিয়ে চোখ মেলোনাজাতের জন্যে কাঁদো সঁপে মনপ্রাণহৃদয় খুলে কাঁদো সঁপে মনপ্রাণ ॥ ঈমানী জীবন গড়ার এই সময়পাবে না হয়তো তুমি মিথ্যে …