এসো আল্লাহকে ভালোবাসি
গান: এসো আল্লাহকে ভালোবাসি কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনপ্রাণসকল কাজে দেবো মোরা তাহারই প্রমাণনিশিদিন তাহারই প্রমাণ ॥ আল্লাহ দিলেন পথের দিশা আঁধার ভুবনেবন্ধু তিনি সবার সেরা জীবন মরণেদুঃখের রাতে এই বুকেতে মুশকিলে আসানতিনি যে মুশকিলে আসান ॥ বনের পশু পাখ-পাখালি তাঁহার নামেতেপ্রাণ ভরে গায় তাসবীহ তাঁরই সকাল সাঁঝেতেআমরা মানুষ …