হৃদয়ের তুলি
গান: হৃদয়ের তুলি কথা: নূরুজ্জামান শাহ সুর: জুলকার নাইন হৃদয়ের তুলি যেখানেই রাখিএকটাই রঙ আসে-আঁকা হয়ে যায় লাল-সবুজেরপতাকাটা অনায়াসে।। ভায়ের রক্ত ঘাসের চাদরেএখনো ছড়ায় ঘ্রাণপ্রতি পদে পাই জেগে আছে ওরানীল কমলের প্রাণআমার চোখের তারায় আজো তোতাঁদেরই স্বপ্ন ভাসে।। দোয়েলের গান কোয়েলের সুরহিজলের ঘন ছায়ঘুমিয়েছে ওরা পরম আদরেএ মাটির মমতায়! এই তুলি ছুঁলে চোখের নদীতেনামে বেদনার …