ঈমানের পথে (সাইমুম-২৯)

যার কারণে আলোর দিশা

গান: যার কারণে আলোর দিশাকথা: ইরফান খানসুর: শাহাবুদ্দীন যার কারণে আলোর দিশাপেল মানব কুলসে যে আমার সে যে সবারমুহাম্মাদ রাসূল ॥ তার নামেতে দুরূদ পড়েবৃক্ষরাজি পাখিকুলআকাশ মাটি বাতাস পানিগোলাপ চাঁপা বকুলএই ভুবনে ফুল বাগানেএকটি ফোটা ফুল ॥ মানবতার অন্ধ যুগেআলোর বাতি হলো দানধন্য হলো দুনিয়াবাসীধন্য এ জাহানদোজাহানের শ্রেষ্ঠ মানবনেই যে তারই তুল ॥

যার কারণে আলোর দিশা লিরিক্স এবং টিউন

আমি গান গাই আল্লাহর গান

গান: আমি গান গাই আল্লাহর গানকথা: কাউসার আহমদসুর: শরিফুল ইসলাম আমি গান গাই আল্লাহর গানএ গান নিছক কোন গান নয়এ আমার ইবাদত আলোকের সন্ধানএ আমার জীবনের প্রত্যয় ॥ এই গান গেয়ে আমি প্রভুকে খুঁজে পাইআমার হৃদয়ের খোলা জানালায়এ গানের সুর ভেসে নিয়ে যায় আমাকেঅগণন মানুষের মনের কাবায়তাই সেই গান আমি গেয়ে যাই সারাক্ষণভুলে গিয়ে সব

আমি গান গাই আল্লাহর গান লিরিক্স এবং টিউন