দিন দুনিয়ার মালিক প্রভু
গান: দিন দুনিয়ার মালিক প্রভুকথা ও সুর: সংগ্রহ দিন দুনিয়ার মালিক প্রভু পরওয়ারদিগারনিকষ আঁধার মনের কালি ঘুঁচাও এ বান্দার ॥ পথ চিনি না জেনে শুনে রাব্বুল আলামীনতোমার নামে তাসবীহ জপি সবে নিশিদিনদয়া করো দয়াল মোরে জেনে গুনাহগার ॥ মায়া-মোহের যন্ত্রণাতে পড়ে কাঁদে মনতোমার দয়া চাহে সদা আমার দু’নয়নঅন্ধ বলে বুঝতে না’রি মহিমা তোমার ॥
দিন দুনিয়ার মালিক প্রভু লিরিক্স এবং টিউন