ইসলামী সংগীত (সাইমুম-৫)

নানা রঙ ফলে ফুলে ছড়িয়ে

গান: নানা রঙ ফলে ফুলে ছড়িয়েকথা ও সুর: তারিক মুনাওয়ার নানা রঙ ফলে ফুলে ছড়িয়েশিল্পীর ছোঁয়া এক আছে জড়িয়ে ॥ আঁধারের বনে বনেজোনাকীর ক্ষণে ক্ষণেউড়ন্ত বিদিশারবিমুগ্ধ সীমানায়টলোমল সরোবর ভরিয়ে ॥ পরিচয় তাঁর আঁকা সকল দিকেবিবেক রেখেছে তা হৃদয়ে লিখে ॥ পাখিদের কলতানেনদীরই গানে গানেআনন্দ অনাবিলঅনন্ত অবিরামছলোছল সুধাসুর ঝরিয়ে ॥

নানা রঙ ফলে ফুলে ছড়িয়ে লিরিক্স এবং টিউন

আমি যদি আরব হতাম

গান: আমি যদি আরব হতাম কথা ও সুর: কাজী নজরুল ইসলাম আমি যদি আরব হতাম মদীনারই পথসেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত ॥ পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকেআমি ঝর্ণা হয়ে গ’লে যেতাম অমনি পরম সুখেসেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহ-ই তূরেযেথা দিবা-নিশি করতাম তার কদম জিয়ারত ॥ মা ফাতেমা খেলতো

আমি যদি আরব হতাম লিরিক্স এবং টিউন

ষড়ঋতুর এই দেশে

গান: ষড়ঋতুর এই দেশেকথা: হাসান আখতারসুর: সম্মিলিত ষড়ঋতুর এই দেশেযেখানে রাত্রি নামেসবুজ দিগন্ত শেষে ॥ গ্রীষ্মের খরতার তাপেবর্ষার রিমঝিম পাতার ফাঁকেউদাসী হাওয়ায় দোলে মনমেঘলা নদীর দেশে ॥ পাতার মর্মর ধ্বনিহৃদয়ে আবেগ ছড়ায়বাতাসের গুঞ্জরণে ॥ শরতের ধানের ডগায়হেমন্ত রূপালি শিশির ছড়ায়শীতের সোনালি ভোরেবসন্তে সুর পরশে ॥

ষড়ঋতুর এই দেশে লিরিক্স এবং টিউন

ওরে মাঝির দল

গান: ওরে মাঝির দলকথা ও সুর: আবু মুস্তাফিজ ওরে মাঝির দলজীবন নদীর চলার পথে তরী বেয়ে চলআল্লাহ তোদের সহায় আছেনরসূল তোদের বল ॥ জীবন নদীর জোয়ার ভাটায় তুফান আসে যদিধৈর্য্য আর ঈমান বুকে রাখবি নিরবধিআল্লাহর পথের সৈনিক তোরা হবি না চঞ্চল ॥ রাতের শেষে ভোর যে হাসে মধুর আজানেআল্লাহ নবীর নাম যে আসে পাখির কলগানে।

ওরে মাঝির দল লিরিক্স এবং টিউন

সুখের জীবন আরাম আয়েশ

গান: সুখের জীবন আরাম আয়েশকথা ও সুর: আবুল হোসাইন মাহমুদ সুখের জীবন আরাম আয়েশসবই তো পেলিবিনিময়ে দেখ না ভেবে কী বা দিলি? না চাহিতে সকল কিছু পেলি যখনখোদার দেওয়া সেই নিয়ামাত কর না স্মরণনিয়ামাতের কর রে শোকর যাসনে ভুলে ॥ চিরদিন থাকবি না তুই যাবি রে ওপারকী পুঁজি নিলি রে পার হতে পারাবার ॥ শেষ

সুখের জীবন আরাম আয়েশ লিরিক্স এবং টিউন

তুমি আছো হৃদয়ের গভীরে

গান: তুমি আছো হৃদয়ের গভীরেকথা ও সুর: তারিক মুনাওয়ার তুমি আছো হৃদয়ের গভীরেভুলবো তোমায় বলো কী করে ॥ দেখি নাই তোমারে কোনদিনতবু আছো স্মরণে অমলিনপ্রেমের ভুবনেতোমারই বিরহ ব্যথায়নিশীথের শেফালিরা ঝরে ॥ তোমায় ভুলে যদি যাই গো কভুসে হবে আমারই পরাজয়আমার সকল আশার আলোঅবেলায় হারিয়ে যাবে হায় ॥ তোমারে যতবার খুঁজেছিকোরআনের পথ ততো বুঝেছিনিজেকে চিনেছি হে

তুমি আছো হৃদয়ের গভীরে লিরিক্স এবং টিউন

ইতিহাস থেকে মোরা জানলাম

গান: ইতিহাস থেকে মোরা জানলামকথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান ইতিহাস থেকে মোরা জানলামমুক্তির পথ হলো ইসলামকুরআন হাদীস পড়ে বুঝলামমুক্তির একই পথ ইসলাম ॥ ঘুরে গেলো যুগের চাকাতন্ত্রমন্ত্র সবই ফাঁকাজানতে গিয়ে থমকে গেলামরাসূলের পথ ধরলাম ॥ আল্লাহর পথে জীবন বাজিহয়তো শহীদ নয়তো গাজীকায়েম করতে খোদার বিধানসত্য শপথ করলাম ॥

ইতিহাস থেকে মোরা জানলাম লিরিক্স এবং টিউন

চলে যাই আবারো আসবো ফিরে

গান: চলে যাই, আবারো আসবো ফিরেকথা: আবদুল মান্নান তালিবসুর: আবু মুস্তাফিজ চলে যাই, আবারো আসবো ফিরেতোমার ওই শান্তি-নীড়েসারাটা হৃদয় জুড়ে বাজিয়ে তোমার বীণও আমার ফিলিস্তিন ॥ আমি তো আসতে চাইতোমাকে দেখতে চাইস্বাধীন এক আকাশ তলেবাজিয়ে তোমার বীণ ॥ হৃদয়ে দিলো ব্যথা ভাইদের ঐক্যহীনতাউম্মাতে মুসলিমার একি আচরণ ॥ আবারও আসবো ফিরেযখনও তোমাকে ঘিরেবিশ্বের যতো মুসলিমজাগবে ফিরবে

চলে যাই আবারো আসবো ফিরে লিরিক্স এবং টিউন

তোরা যারে মরণ বলিস

গান: তোরা যারে মরণ বলিসকথা ও সুর: ডা. মোরশেদ আলী তোরা যারে মরণ বলিস মরণ সে তো নয়ওই মরণের সাঁঝের বেলা আরেক সূর্যোদয় ॥ সেই সুরুজের রশ্মির-ছটায়গাফেল দীলের চোখ খুলে যায়কবর হাশর সকল খানে আলোয় আলোকময় ॥ এই জীবন শেষ হলে যে আরেক জীবন শুরুমরুদ্যানের পাবি দেখা পার হলে মরু। মরণ দুয়ার খুলবে যখনআরেক জগৎ

তোরা যারে মরণ বলিস লিরিক্স এবং টিউন

ফুলের এতো ঘ্রাণ ব্যাকুল করে

গান: ফুলের এতো ঘ্রাণ ব্যাকুল করেকথা ও সুর: তারিক মুনাওয়ার ফুলের এতো ঘ্রাণ ব্যাকুল করে উদাসী প্রাণহিয়া শুধু সুধায়কার পরশে শেফালিরা এতো সুবাস ছড়ায় প্রশ্ন করি আমি ওগো ফুল শিউলিওগো ফুল শিউলি তোমার সাথে বলো কার মিতালীতার নাম তার খোঁজ দাও না আমায়আমার সকলই উজাড় করেদেবো গো তোমায়তুমি যদি তা না বলো আমায়বলবে নিশ্চয়ই শেফালি

ফুলের এতো ঘ্রাণ ব্যাকুল করে লিরিক্স এবং টিউন