জোসনা মাখা রাত (সাইমুম-৩১)

হে শহীদ হে সৌভাগ্যবান

গান: হে শহীদ হে সৌভাগ্যবানকথা: কে এম মুনীর হোসাইনসুর: মশিউর রহমান হে শহীদ হে সৌভাগ্যবানতোমরা অমর চির অম্লনতোমাদের পথে শাহাদাত পেতেচাই যে মোরা ঐ তিরধান ॥ তোমাদের রক্ত বৃথা যেতে পারে নাবৃথা কভু যায় নাতোমাদের কখনো ভুলে যেতে পারি নাভোলা কভু যায় নাখোদার দুয়ারে তোমরা তো আছোনির্বাচিত ইনসান ॥ তোমাদের রক্ত অন্যায় মানে নামেনে নিতে […]

হে শহীদ হে সৌভাগ্যবান লিরিক্স এবং টিউন

তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ

গান: তোমার পৃথিবী যদি হয় এত অপরূপকথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক তবে কেন হবে না তুমি অপরূপঢেউ ঢেউ ঐ নদী বয়ে চলে নিরবধিসেখানেই খুঁজে পাই তোমার স্বরূপ ॥ নদীর কাছে প্রশ্ন করে পাই সাড়াবললো সে যে তিনি ছাড়া সব দিশেহারাশুধু এই হৃদয়ে সবুজ হয়ে হয়েরয়ে যায় সে মহান রূপ ॥ পাখির গানে সেই মহানের

তোমার পৃথিবী যদি হয় এত অপরূপ লিরিক্স এবং টিউন

এই জামানার শ্রেষ্ঠ তাফসির

গান: এই জামানার শ্রেষ্ঠ তাফসিরকথা: মতিউর রহমান মল্লিকসুর: মাসুদ রানা এই জামানার শ্রেষ্ঠ তাফসিরতাফহীমুল কুরআনরাত পোহানোর আলোর মতভালো আরো ভালোর মতপ্রভাব অফুরান ॥ জীবন জগত জটিল যখনযখন ভয়াবহনানান মতবাদের ফাঁদেমানুষ অহরহবক্ষে তুলে অমানিশাহারায় সত্য পথের দিশাঠিক তখনই তাফহীম উড়ায়দীনেরই নিশান ॥ কত কাফের নাস্তিক বেদীনঈমানদার হলোএই তাফসিরের বদৌলতেপ্রশান্তি পেলপেল তৃপ্তি আশার আশ্বাসশাশ্বত সে মুক্তির আকাশভরলো

এই জামানার শ্রেষ্ঠ তাফসির লিরিক্স এবং টিউন

অকূল গাঙে ধরলাম পাড়ি

গান: অকূল গাঙে ধরলাম পাড়িকথা ও সুর: আবু বকর সিদ্দিক অকূল গাঙে ধরলাম পাড়ি রে (দয়াল)তোমারই নাম ভরসায়নিদানে পইড়াছি দয়ালপার কর আমায় ॥ দুরু দুরু কাঁপে অন্তরমনে লাগে ডরউথাল পাথাল ঢেউ দেইখা মোরপ্রাণ করে থর থর(আমি) কূল কিনারা পাই না খুঁজেনৌকা আমার সামাল দায় ॥ মেঘে মেঘে ছাইলো আকাশডাকে গুরু গুরুঅন্ধকার আইলো ঘনাইয়াবাদল হইলো শুরুঝড়ের

অকূল গাঙে ধরলাম পাড়ি লিরিক্স এবং টিউন

চন্দ্র সূর্য যদি আলো না দেয়

গান: চন্দ্র সূর্য যদি আলো না দেয়কথা: আবুল আলা মাসুমসুর: মশিউর রহমান চন্দ্র সূর্য যদি আলো না দেয়তারাগুলো যদি সব ঝরে যায়ক্ষতি নেই প্রভুএকটি চাওয়া শুধু তোমারই কাছেতুমি শুধু তোমাকে দাও ॥ পৃথিবীর সবকিছু দিয়ে আমাকেযদি নাও তুমি তোমাকেপ্রয়োজন নেই মোর সেই পৃথিবীখুশি হলে জ্বালাও আমাকেঅশ্রু ছাড়া কিছু নেই তো দেবারতুমি শুধু অশ্রুই নাও ॥

চন্দ্র সূর্য যদি আলো না দেয় লিরিক্স এবং টিউন

তুমি যদি কভু

গান: তুমি যদি কভুকথা: আবুল আলা মাসুমসুর: মশিউর রহমান তুমি যদি কভু দেখা দাও হে অনন্যতবে হবেই হবে জীবন আমার ওগো ধন্য ॥ কাটাতে পারি আমি লক্ষ কোটি বছরদুখের ঝর্ণাধারা এ নয়নে অঝোরদাও যদি দেখা সামান্য ॥ অনন্ত কাল আমি থাকতে পারি বসেবলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসেহোক না সে মরু অরণ্য ॥

তুমি যদি কভু লিরিক্স এবং টিউন

ও মন আমার সাগরে কেন

গান: ও মন আমার সাগরে কেনকথা: নুরুজ্জামান নুরসুর: শরীফ মো: ফয়সাল ও মন আমার সাগরে কেনজোয়ার আসে নাআমার নদীতে কেনপাল তোলা নাও নেই ॥ আমার উঠোন জুড়ে কেন রে আজশ্বেত কপোতের মেলা বসে নাভাঙা বেড়ার ফাঁক দিয়েআগের মত আলো আসে নাআমার নবান্নরা কই হারালোপূর্ণতার আগে ॥ সবার আকাশ ভরা পালকি তারামায়াময়ী জোৎনা মাখা রাতঅমাবশ্যার আঁধার

ও মন আমার সাগরে কেন লিরিক্স এবং টিউন

আল্লাহ তুমি কত মহান

গান: আল্লাহ তুমি কত মহানকথা ও সুর: মাসুদ রানা আল্লাহ তুমি কত মহাননেই যে তোমার তুলনাএই দুনিয়ার মালিক তুমিহয় না কিছুই তোমার হুকুম বিনা ॥ তোমার ইশারায় ঝর্ণাধারানদীর গতি বহমানতোমার হুকুমে চন্দ্র তারাজ্বলে ওগো রহমানতোমার করুণা ছাড়া মাঠে মাঠেফসল ফলে না ॥ তোমার রহমতে পাখিরা ডাকেজুড়ায় আমাদের প্রাণতোমার মহিমায় ঐ সূর্যনিত্য দিনেই করে আলো দানতোমার

আল্লাহ তুমি কত মহান লিরিক্স এবং টিউন

লাখ ভাইয়ের রক্তে গড়া

গান: লাখ ভাইয়ের রক্তে গড়াকথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক লাখ ভাইয়ের রক্তে গড়াআমার এই দেশসবুজ শ্যামলের হে মমতায়ভরা এই দেশ ॥ নদীর বুকে নৌকা চলেগায় রে মাঝি গানভাটিয়ালির মধুর সুরেজুড়ায় মন প্রাণএ আমার হৃদয় মাঝে বসত করাসোনার বাংলাদেশ ॥ সোনালি ধান যখন পাকেগন্ধে ভরে মনসেই খুশিতে দেশের চাষীকাটায় সুখে ক্ষণএ আমার হৃদয় মাঝে স্বপ্নে

লাখ ভাইয়ের রক্তে গড়া লিরিক্স এবং টিউন