বাতাসের ঝিরিঝিরি শব্দে শুনি
গান: বাতাসের ঝিরিঝিরি শব্দে শুনিকথা: শফিকুল ইসলাম রুবেলসুর: রবিউল ইসলাম ফয়সল বাতাসের ঝিরিঝিরি শব্দে শুনিআল্লাহ নামের গানসুনীল আকাশে ঐ মেঘের ভেলাজপে তোমার নাম ॥ স্নিগ্ধ সকালের ঝিকিমিকি রোদগোধূলির ওই লালিমারাতের আকাশ ভরা তারার মেলাগাইছে তোমার মহিমাতোমার প্রেমেতে ব্যাকুল ধরাকরছে সদা গুণগান ॥ অঝোরে ঝরে পড়া বাদল ধারাঢেউ খেলানো সাগরঝিলের বুকে ফোটা শাপলা কমলতোমার জিকিরে বিভোরসৃষ্টিকূলে …