মুচকি হাসির হাসনাহেনা
গান: মুচকি হাসির হাসনাহেনাকথা: বিলাল হোসাইন নূরীসুর: লিটন হাফিজ চৌধুরী মুচকি হাসির হাসনাহেনাফোটাও তোমার মুখেতার সুবাসে জীবন তোমারভরবে অথৈ সুখে মুচকি হাসির ঘ্রাণে-খুশির খবর যায় ছড়িয়েহাজার কোটি প্রাণেভালোবাসার রঙিন সুতোয়যে হাসিটা দোলেসে হাসিটা দিতেও পারেঅনেক বিপদ রুখে। মুচকি হাসি অসীম অপারসদকা হয়ে যায়শুভ্র মেঘের ভেলার মতোসোহাগ বয়ে যায়। মুচকি হাসির প্রেমে-আকাশ থেকে জোছনা মুখিচাঁদও আসে …