রাসূল এসেছিলে এ ধরায়
গান: রাসূল এসেছিলে এ ধরায়কথা ও সুর: সাইফুল্লাহ মানছুররাসূল এসেছিলে এ ধরায়চলেও গেছ কিভাবে ভুলিবআমি তোমায় বলোতোমার অদেখায় আমার এ হৃদয়আজকে হলো ব্যাকুলচোখে জমেনি মেঘ নামে বরষাতবুও কেন মন রলো ব্যাকুল ॥ হৃদয় বীণা আজ বাজে নাতোমার বিরহ সহে নাসাহারা কবে হবে নদী আকুল ॥ পলাশ শিমুলেরা ফোটে নাযমুনা মেঘনা বহে নাতোমার বিরহে সবই আকুল …