আর কতকাল ভাসবো আমি
গান: আর কতকাল ভাসবো আমিকথা ও সুর: আবদুল আলীম আর কতকাল ভাসবো আমিদুঃখের সারী গাইয়াজনম গেল ঘাটে ঘাটে (আমার)ভাঙা তরী বাইয়া রে আমারভাঙা তরী বাইয়া ॥ পরের বোঝা বইয়া বইয়ানৌকার গলই গেছে খইয়া রেআমার নিজের বোঝা কে বহিবে রেরাখবো কোথায় যাইয়া ॥ এই জীবনে দেখলাম নদীরকতই ভাঙা গড়াআমার দেহ তরী ভাঙল শুধুনা জাগিল চড়া। আমার …