তোমার নামে মধুর গানে
গান: তোমার নামে মধুর গানেকথা: শরীফ আবদুল গোফরানসুর: লিটন হাফিজ চৌধুরী তোমার নামে মধুর গানেহৃদয় ভরে যায়তোমাকে পড়ে গো মনেভোরের হাওয়ায় ॥ আযানে আযানে কাঁপেসুরের মিনারএমনও মধুর কেনপাই না কিনারতোমার নামের সিফাত খোদামনটা নাড়ায় ॥ বাগানে বাগানে ফোটেকত শত ফুলবয়ে চলে একা নদীপূর্ণ দু’কূলফুলে ফুলে দুলে দুলেগন্ধ ছড়ায় ॥
তোমার নামে মধুর গানে লিরিক্স এবং টিউন