পথের সন্ধানে (সাইমুম-৩২)

তোমার নামে মধুর গানে

গান: তোমার নামে মধুর গানেকথা: শরীফ আবদুল গোফরানসুর: লিটন হাফিজ চৌধুরী তোমার নামে মধুর গানেহৃদয় ভরে যায়তোমাকে পড়ে গো মনেভোরের হাওয়ায় ॥ আযানে আযানে কাঁপেসুরের মিনারএমনও মধুর কেনপাই না কিনারতোমার নামের সিফাত খোদামনটা নাড়ায় ॥ বাগানে বাগানে ফোটেকত শত ফুলবয়ে চলে একা নদীপূর্ণ দু’কূলফুলে ফুলে দুলে দুলেগন্ধ ছড়ায় ॥

তোমার নামে মধুর গানে লিরিক্স এবং টিউন

মরু সাহারায় খুশির দোলায়

গান: মরু সাহারায় খুশির দোলায়কথা: ইয়াকুব বিশ্বাসসুর: মশিউর রহমান মরু সাহারায় খুশির দোলায়গেয়ে ওঠে বুলবুলআলোর জ্যোতি ছড়িয়ে এলেনমুহাম্মাদ রাসূল ॥ পাহাড় নদী ঝর্ণাধারাখুশিতে তাই পাগলপারাপুষ্প বনে আজো হাসেজুঁই চাঁপা বকুল ॥ জাহেলিয়ার কালো আঁধারযায় পালিয়ে দূর পারাবারবিশ্ববাসী পেলো এবারসব আদর্শের মূল ॥ পাপী তাপী হৃদয়গুলোখুঁজে পেলো নতুন আলোদীনের জ্যোতি ছড়িয়ে দিলেনরাসূলে মাকবুল ॥

মরু সাহারায় খুশির দোলায় লিরিক্স এবং টিউন

সবুজ ঘেরা এই দেশেতে

গান: সবুজ ঘেরা এই দেশেতেকথা: আমিরুল ইসলাম নয়নসুর: মশিউর রহমান সবুজ ঘেরা এই দেশেতেনানান পাখি ডাকেঘুম ভেঙ্গে যায় সাত সকালেমুয়াজ্জিনের হাঁকে ॥ নিত্য ভোরে গাঁয়ের কৃষকলাঙ্গল কাঁধে চলেস্বর্ণ রাঙ্গা এই দেশেতেসোনার ফসল ফলেবড়শি হাতে দস্যি ছেলেঘোরে গাঁয়ের বাঁকে ॥ এই দেশেতে শীতের ভোরেশিশির ঝরে ঘাসেশ্বেত কুয়াশায় সূর্য কেবললুকায় মেঘের পাশেদোয়েল শ্যামা গান গেয়ে যায়হিজল গাছের

সবুজ ঘেরা এই দেশেতে লিরিক্স এবং টিউন

বাবলা ডালে বাতাস কেন কাঁদে

গান: বাবলা ডালে বাতাস কেন কাঁদেকথা: গোলাম মোহাম্মদসুর: মশিউর রহমান বাবলা ডালে বাতাস কেন কাঁদেসেই কথাটি আজো বুঝি নাইনদীর বুকে কী সে আর্তনাদেঘূর্ণি এবং তুফান দেখতে পাই ॥ চোখ দেখে না মন বোঝে না কিছুছুটছি আমি হায় যে কিসের পিছুমাতাল যেন জ্ঞান হয়েছে হারাওলট পালট হাঁটছি সহসাই ॥ নিজের ছবি হয়নি চেয়ে দেখাকপাল ভরে জমছে

বাবলা ডালে বাতাস কেন কাঁদে লিরিক্স এবং টিউন

উষর মরুর ধূসর বুকে

গান: উষর মরুর ধূসর বুকেকথা: আহমদ মতিউর রহমানসুর: মশিউর রহমান উষর মরুর ধূসর বুকেফুটলো আলোর ফুলসে যে আমার মহান নবীমুহাম্মাদ রাসূল ॥ ফুটলো সেতো ফুল হয়েআনলো সুবাস মৌ বয়েসেই ফুলেরই রওশনিতেজাগলো নিখিল মহাকাশেজ্যোতি যে অতুল ॥ আরব মরুর উষর বুকেসে এক তারার ফুলসে যে আমার প্রিয় নবীমুহাম্মাদ রাসূল। সেই জ্যোতিতে জগৎ আলোদূর করিল আঁধার কালোসাজিয়ে

উষর মরুর ধূসর বুকে লিরিক্স এবং টিউন

আমি যদি কোন দিন

গান: আমি যদি কোন দিনকথা: জাকির আবু জাফরসুর: মশিউর রহমান আমি যদি কোন দিনপথ ভুলে যাইহাতছানি দিয়ে কাছে নিওমমতার বন্ধনে আমায় বেঁধেসব ভুল ক্ষমা করে দিও ॥ জেনে না জেনে কত করি অপরাধকখনো কর না তুমি বাদ প্রতিবাদতোমার দয়ার সীমা নাই নাই নাইসেই দয়া পেতে আজ কাঁদি আমিও ॥ ভুল ছাড়া জীবনে আর কী আছেভুল

আমি যদি কোন দিন লিরিক্স এবং টিউন

আয় রাসূলের পথে চলি আয়

গান: আয় রাসূলের পথে চলি আয়কথা: মতিউর রহমান মল্লিকসুর: মশিউর রহমানআয় রাসূলের পথে চলি আয়দৃপ্ত দৃপ্ত শপথ নিয়েতার পথে ভাই চলতে গিয়েযাক না জীবন জীবন যদি যায় ॥ আয় রাসূলের জীবন থেকেজিহাদ করার শিক্ষা গ্রহণ করিযার যা আছে সবকিছু তারউজাড় করে আবার সবাই লড়িশেষ করে দেই খোদাদ্রোহীরসব আয়োজন কঠিন কঠোরতায় ॥ আয় রাসূলের কথা বলি

আয় রাসূলের পথে চলি আয় লিরিক্স এবং টিউন

সূচনা তোমার নামে হয়

গান: সূচনা তোমার নামে হয়কথা: সোহরাব হোসেন জুয়েলসুর: মশিউর রহমানসূচনা তোমার নামে হয়ওগো দয়াময়তোমার নামে হৃদয় মাঝেসুখ ছুঁয়ে যায় ॥ জীবনে আসে যদি ঝড়ভেঙ্গে যায় সুখের ঘরতোমার নামে শান্তি আসেপ্রাণ জুড়িয়ে যায় ॥ জীবনে পরাজয় নেমে আসে হতাশায়ভুলে যেও নাহতাশার হাত ধরে পরাজয় তুমিমেনে নিও না। চোখ তুলে যেদিকেই চাওআলো যদি নাই খুঁজে পাওতিনি পারেন

সূচনা তোমার নামে হয় লিরিক্স এবং টিউন

রাত নিঝুম হলো ঘুমিয়ে গেছে সবাই

গান: রাত নিঝুম হলো ঘুমিয়ে গেছে সবাইকথা ও সুর: ইউসুফ বকুল রাত নিঝুম হলোঘুমিয়ে গেছে সবাইদু’চোখে ঘুম নেইজেগে আছি আমি একামা নেই পাশে মা নেইমা নেই আমার ॥ এমনি রাতে যখনই আমিঘরেতে ফিরতামজায়নামাজে তাসবিহ হাতেআমার মাকেই দেখতামসেই জায়নামাজ খালি পড়ে আছেমা গেছে দূর পারাপার ॥ মা ছাড়া আমার চারিদিক ভরে আছেশুধু শূন্যতাআর খুঁজে পাবো না

রাত নিঝুম হলো ঘুমিয়ে গেছে সবাই লিরিক্স এবং টিউন

আঁধারটা দূরে ঠেলে কুয়াশার জাল ছিঁড়ে

গান: আঁধারটা দূরে ঠেলে কুয়াশার জাল ছিঁড়েকথা: হুমাউন বিন খালিদসুর: মশিউর রহমান আঁধারটা দূরে ঠেলে কুয়াশার জাল ছিঁড়েএকদিন সূর্যটা উঠবেতেমনি আমাদের এই কাফেলাসত্য দিগন্তে ছুটবেনতুন দিগন্তে ছুটবে ॥ সবহারাদের তরে এই কাফেলামজলুমানের তরে এই কাফেলানিঃশেষ করে দিয়ে জালিমের কালো হাতবিজয় নিশানা উড়াবে ॥ লাঞ্ছিতদের তরে এই কাফেলাবঞ্চিতদের তরে এই কাফেলাভেঙ্গে দিয়ে ঘুনে ধরা এ সমাজ

আঁধারটা দূরে ঠেলে কুয়াশার জাল ছিঁড়ে লিরিক্স এবং টিউন