তোমার প্রিয় হতে চাই আমরা
গান: তোমার প্রিয় হতে চাই আমরাকথা ও সুর: আবুল আলা মাসুম তোমার প্রিয় হতে চাই আমরাকবুল কর প্রভু তুমি আমাদের ॥ সত্যবাদিতা দাও আবু বকরেরত্যাগের মহিমা প্রভু দাও ওমরেরওসমানের মত পরহেজগার করহৃদয়টা করে দাও আকাশ উদার ॥ খালিদের হিম্মত শক্তি আলীরশহীদি নাজরানা হামজারজ্ঞান আহরণে কর আবু হুরায়রাকালেমার নিশানা দাও উড়াবার ॥ আজাদীর ইসলামী রাষ্ট্র গড়ারতাওফিক …