কলকল করে রূপের নদী
গান: কলকল করে রূপের নদীকথা ও সুর: ইলিয়াস হোসাইন কলকল করে রূপের নদীছন্দে বয়ে চলেপাল তুলিয়া নৌকার মাঝিসুর তোলে তার গলে ॥ এমন রূপের দেশটি কোথায় পাবেসোনার ধানের পরশ পেলেপ্রাণ জুড়িয়ে যাবেআমার দেশের আকাশ পানেলক্ষ তারা জ্বলে ॥ যখন তুমি দেখবে মায়েরহাসিতাহার মুখে ঝরছে যেনমুক্তা রাশি রাশিসোনার দেশে দেখি মোরাভরা ফুলে ফলে ॥