সাইমুম হাওয়া (সাইমুম-৫৪)

আল্লাহু আকবার আল্লাহু আকবার

গান: আল্লাহু আকবার আল্লাহু আকবারকথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান আল্লাহু আকবার আল্লাহু আকবারতনুমনে জোয়ার জপি নাম যতবার। যে নামে চোখে জল মনপ্রাণ হয় শীতলযে নামে যায় চলে যায়, সকল অন্ধকার। যে নামের ইশারায় আগুন হয় পানিসবুজ বনে ফোটে ফুল হাসে ধরণী যে নামে হীনবল পায় অসীম শক্তিবলসীমাহীন মুসিবতে রহম খোঁজে তার।

আল্লাহু আকবার আল্লাহু আকবার লিরিক্স এবং টিউন

হে প্রিয় রাসূল

গান: হে প্রিয় রাসূলকথা ও সুর: আবু রায়হান হে প্রিয় রাসূলতুমি আছো মোর জীবনে অনুপ্রেরণাস্মরে হৃদয়ে আজ তোমায় ভুলতে আমি পারি না। আমি যদি হতাম মরুর ঐ পথজীবনে কী চাওয়ার আর থাকতে পারেপদধুলি পেতাম হে দয়ার নবীআহলান সাহলান সালাম তোমারেসারা মন জুড়ে শুধ তোমারি নামতোমারে কখনো ভোলা যায় না। বোঝেনি তোমারে কত যে মনচিনেছে পশু-পাখি

হে প্রিয় রাসূল লিরিক্স এবং টিউন

এই সাইমুম হাওয়া এলোমেলো

গান: এই সাইমুম হাওয়া এলোমেলোকথা: আফসার নিজামসুর: রবিউল ইসলাম ফয়সাল এই সাইমুম হাওয়া এলোমেলোএই মরুভূমি করে ঝলমলএই দেশ কেন আলোকিত হলোকেউ জানে না কেউ জানে নাযেন আমেনার বুকে চুমে সেঐ চাঁদ দেখা দিল। এই হুদহুদ পাখি উড়ে যায়এই পাখি আজ কার কথা কয়এই মরুবুকে কেন ফুল ফোটেকেউ জানে না কেউ জানে নাসে যে নবুয়তি রঙ

এই সাইমুম হাওয়া এলোমেলো লিরিক্স এবং টিউন

এসো সবে স্বাধীনতার

গান: এসো সবে স্বাধীনতারকথা: আসাদ বিন হাফিজসুর: মশিউর রহমান এসো সবে স্বাধীনতার বিজয়ের গান গাইবনের পশু পাখ-পাখালি কেউ যা ছাড়ে নাই। আমার কথা আমার মত পরাণ খুলে বলবআমার পথে আপন মনে স্বাধীনভাবে চলবোসকল যুগের সব মানুষের এটা চির কামনাদোহাই তোমার এই কামনায় বাধা দিও নাএতে বাধা দিয়ে কেউ তো রেহাই পায় না। আমার মনের কথা

এসো সবে স্বাধীনতার লিরিক্স এবং টিউন

সন্ধ্যা তারার মত

গান: সন্ধ্যা তারার মতকথা: মুহাম্মদ নূরউদ্দিনসুর: আবু রায়হানসন্ধ্যা তারার মত জীবনের সাত রঙমুছে যাবে ক্ষণিকের এই জীবনেসোনামাখা স্বপ্ন ফুরিয়ে যাবে। পূর্ণ চাঁদের আলো কোকিলের কুহুরয় কি চিরদিন বলধরণীর বুক জুড়ে নেমে আসেআঁধারের আলোদুদিনের দুনিয়াতে সুখেরি মালা গেঁথেলাভ কী তবে বল। গন্ধ ফুলের মালা হাসনাহেনাঝরে যায় অবেলায়নদীর বসন্ত ভাটির টানেখাঁ খাঁ ঐ বালুকায়জীবনের খেলাঘরে মরণের তরেভেঙে

সন্ধ্যা তারার মত লিরিক্স এবং টিউন

নীল নীল নীলাকাশ

গান: নীল নীল নীলাকাশকথা: জসিম উদ্দীন সৌরভ সুর: শফিক আদনাননীল নীল নীলাকাশসবুজ শ্যামল মাঠপাখির কণ্ঠে গান আরজোসনা ভরা রাততোমার নেয়ামতএসব তোমার নেয়ামতওগো প্রভু এসব তোমার নেয়ামত। বীজ দিয়েছ বৃক্ষ হতেতার থেকে হয় ফলমায়ামাখা সকাল দিলেশিশির টলমলতাই তো তোমায় ডাকি প্রভুতুলে দুটি হাত। আঁধারেতে আলো দিলেহাঁটতে চলার পথপাহাড়েতে ঝর্ণা দিলেসেও রহমততাই তো তোমায় ডাকি প্রভুআমরা দিবস

নীল নীল নীলাকাশ লিরিক্স এবং টিউন

তুমি ফুল বাগিচার ফুল

গান: তুমি ফুল বাগিচার ফুলকথা ও সুর: মুহাম্মাদ ইলিয়াস তুমি ফুল বাগিচার ফুলতুমি মানব জাতির কুলতোমার পরশে এই ধরাযেন হলো পাগলপারাতুমি দোজাহানের নেতা ওগোনেই যে তোমার তুল। তুমি এলে ভুবন মাঝেনিয়ে জ্যোতির আলোতোমার আগমনে সবাইদুঃখ ভুলে গেলমানবের কা-ারী তুমি মদিনার বুলবুল। তোমার শাফায়াতে সবাইপার হবে পুলসিরাততোমার ভালবাসা পেলেপ্রভু দেবেন নাজাতসাইয়্যেদুল মুরসালিন তুমি মুহাম্মাদ রাসূল।

তুমি ফুল বাগিচার ফুল লিরিক্স এবং টিউন

হাজার রঙের দুঃখ ব্যথায়

গান: হাজার রঙের দুঃখ ব্যথায়কথা: বেলাল হোসাইন নূরীসুর: শফিক আদনানহাজার রঙের দুঃখ ব্যথায়কাঁদে যখন মনমা জননীর একটু ছোঁয়াআকুল করা একটু দোয়াআমার ভাঙা বুকে জাগায়একটু শিহরণ। যার কলিজার রক্ত চুষেএলাম পৃথিবীতেতার মত কেউ পারে না যেআপন করে নিতেআদর ভেজা চাদর দিয়েজড়ায় সারাক্ষণ। নিজকে নিয়ে জীবনে যারনেই ভাবনা কোনআমায় শুধু ডেকে বলেস্বপ্ন চোখে বোনোমন যে তার ভালবাসারমিষ্টি

হাজার রঙের দুঃখ ব্যথায় লিরিক্স এবং টিউন

হারিয়ে গেছে ছেলেবেলার

গান: হারিয়ে গেছে ছেলেবেলারকথা: তাওহীদ রহমানসুর: আবু রায়হান হারিয়ে গেছে ছেলেবেলারস্বপ্ন মাখা দিনলাল সবুজ আর নীল হলুদেরংধনু রঙিনভাল লাগার দিনগুলি আজআর ফিরে পাই না যেমনের ভিতর সে দিনগুলিঝুমুর ঝুমুর বাজে। হারিয়ে গেছে পাঠশালা দিনরঙিন ছবির বইলাটাই লাটিম রঙিন ঘুড়িহারিয়ে গেলো কই?এসব খুঁজি তাই তো আমিনিত্য সকাল সাজে। দুরন্ত সব বিকেলগুলোসন্ধ্যা মায়ামাখাদুপুরগুলো হারিয়ে কেমনবুকটা করে খাঁ

হারিয়ে গেছে ছেলেবেলার লিরিক্স এবং টিউন

ছায়া ঢাকা পাখি ডাকা

গান: ছায়া ঢাকা পাখি ডাকা কথা ও সুর: আহমাদ আল-আমিন ছায়া ঢাকা পাখি ডাকা আমার এই দেশসবুজের আবাহনে মিল পরিবেশবাংলাদেশ আমার বাংলাদেশ। সূর্য রাঙে পূর্ব দিগন্তেসম্ভাবনা হাসে হৃদয় সীমান্তেপ্রকৃতির সীমাজুড়ে রূপ অনিঃশেষ। মায়ের আঁচলের পরশ বুলিয়েসে যেন আমায় ডাকে দু’হাত বাড়িয়েহাজার দেশের মাঝে একটি দেশ।

ছায়া ঢাকা পাখি ডাকা লিরিক্স এবং টিউন