পূব আকাশে সূর্য হেসে
গান: পূব আকাশে সূর্য হেসেকথা: আবদুল্লাহ আল বাকিসুর: রবিউল ইসলাম ফয়সল পূব আকাশে সূর্য হেসেগায় যে প্রভুর গানজ্যোৎস্না রাতে চন্দ্র হেসেজপে রবের শান। গাছ-গাছালি পাখ-পাখালি সৃষ্টি যত সবআপন মনে তাসবিহ পড়ে করছে কলরবযেদিকে চাই যে দিকে তাকাইশুধুই প্রভুর নামতাঁর মহিমায় শোকর করে তামাম কুল জাহান। শুধুই মানুষ সৃষ্টি করে তামাম মাখলুকেরকরে না শোকর করে না …