সাগর নদী আর পাহাড় বনে
গান: সাগর নদী আর পাহাড় বনেকথা ও সুর: ফারুক আল মামুন সাগর নদী আর পাহাড় বনেপাখিদের গুনগুন গুঞ্জরণেভেসে আসে ওই সুমধুর তানচারিদিকে শোন আল্লাহর জয়গানআল্লাহ মহান ॥ শোন তুমি মন দিয়ে কোকিলের সুরশুনতে লাগছে দেখো কতো না মধুরমিষ্টি মিষ্টি ওই দোয়েলের গানরয়েছে তাহাতে কী সুধা অফুরানকোথা পেল তাহারা এ সুর অম্লানজবাব পাবে- দিলো খোদা মহীয়ান …